বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয় কত সালে ?

A ২০০৭

B ১৯০৭

C ১৯০৯

D ১৯১৬

Solution

Correct Answer: Option B

প্রাচীন যুগের বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন 'চর্যাপদ' গানের সংকলন বা সাধন সংগীত ,যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন ।
- এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা ।
- হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে 'চর্যাপদ ' আবিষ্কার করেন ।
- এতে মট পদ আছে ৫১ টি এবং পদকর্তা ২৪ জন ।
- চর্যাপদের পদকর্তা শবরপা মোট ২ টি পদ রচনা করেছেন।

∎ চর্যাপদ নিয়ে যারা গবেষনা করেন:
- চর্যাপদের আবিষ্কারক ও সম্পাদনা - ড. হরপ্রসাদ শাস্ত্রী (১৯০৭ সাল)
- চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা - বিজয়চন্দ্র মজুমদার (১৯২০ সাল)
- চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্বের ব্যাখ্যা প্রকাশ - ড. শশিভূষণ দাশগুপ্ত (১৯৪৬ সাল)
- চর্যাপদের ভাষা বাংলাঃ এটা নিয়ে বৈজ্ঞানিক তত্ত্ব ও প্রমান উপস্থাপন - ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় (১৯২৬ সাল)
- চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে প্রথম আলোচনা - ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৯২৭ সাল)
- চর্যাপদের সঠিক পাঠ নির্ণয় - ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৯৪২ সাল)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions