কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ?
Solution
Correct Answer: Option D
- পঞ্চাশটি চর্যা-পদের মধ্যে সর্বাপেক্ষা অধিক রচনা করেন কাহ্নপা। এবং তার পরেই ভুসুকুপার স্থান।
- তিনি মোট আটটি পদ রচনা করেন।
- তার নাম নিয়ে কিছুটা মতভেদ আছে।
- মনে করা হয়, তার আসল নাম শান্তিদেব।
- ভুসুকুপা বাঙালি ছিলেন।
- অনুমান করা হয় তিনি পূর্ব বাংলা কবি।
উল্লেখযোগ্য কয়েকজন হলেনঃ
» কাহ্নপা - ১৩টি
» ধর্মপা - ১টি
» ঢেণ্ডণপা - ১টি
» ডোম্বিপা - ১টি
» জয়নন্দীপা - ১টি
» কঙ্কণপা - ১টি
» কম্বলাম্বরপ - ১টি
» তাড়কপা - ১টি
» তন্ত্রীপা - ১টি
» বীণাপা - ১টি
» বুরুপা - ১টি
» কুক্কুরীপা - ৩টি
» মহীধরপা - ১টি
» শবরপা - ২টি
» শান্তিপা - ২টি
» আর্যদেবপা ১টি
» ভুসুকুপা - ৮টি
» ভাদেপা - ১টি
» লুইপা- ২ টি
» দারিকাপা - ১টি
» শরহপা - ৪টি