Solution
Correct Answer: Option A
FIFA বা Federation of International Football Association গঠিত হয় ১৯০৪ সালে ২১ মে ফ্রান্সের রাজধানী প্যারিসে।
- FIFA-এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত।
- বর্তমানে সভাপতি সুইজারল্যান্ডের জিয়ান্নি ইনফান্তিনো (২৬ ফেব্রুয়ারি, ২০১৬ - বর্তমান)।
- এর সদস্য সংখ্যা ২১১টি (সর্বশেষ জিব্রাল্টার)।
- বাংলাদেশ ১৯৭৬ সালে ফিফা সদস্যপদ লাভ করে।