'উপনয়ন' শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত?

A তৎসম উপসর্গ

B ফারসি উপসর্গ

C খাঁটি বাংলা উপসর্গ

D আরবি উপসর্গ

Solution

Correct Answer: Option A

- তৎসম উপসর্গ মোট ২০ টি।
- এগুলো হলো: প্র, পরা, অপ, সপ, নঈ, অনু, অব, নঈর, দু, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, উপ, আ।

- উপ উপসর্গটির ব্যবহারঃ
- সামীপ্য অর্থে- উপকূল, উপকন্ঠ।
- সদৃশ অর্থে- উপদ্বীপ, উপবন।
- ক্ষুদ্র অর্থে- উপগ্রহ, উপনেতা,উপসাগর।
- বিশেষ অর্থে- উপনয়ন,উপভোগ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions