বাংলাদেশ কততম দেশ হিসেবে সাবমেরিনের অধিকারী হয়?
Solution
Correct Answer: Option B
- বাংলাদেশ ৪১তম দেশ হিসেবে সাবমেরিনের অধিকারী হয়।
- চীন হতে কেনা সাবমেরিন দুটির নাম 'নবযাত্রা' ও 'জয়যাত্রা'।
উল্লেখ্য,
- বাংলাদেশ ৩৩ তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ
- মেট্রো রেলে ৬০ তম
- স্যাটেলাইটে ৫৭ তম।