কৃষি জমিতে কি জন্য চুন ব্যবহার করা হয় ?
A মাটির ক্ষয় রোধের জন্য
B মাটির অম্লতা বৃদ্ধির জন্য
C মাটির অম্লতা হ্রাসের জন্য
D জৈব পদার্থ বৃদ্ধির জন্য
Solution
Correct Answer: Option C
- মাটি অম্লধর্মী না ক্ষারধর্মী তা দ্বারা পরিমাপ করা হয় PH দ্বারা।
- মাটির PH ৭ হলে তা নিরপেক্ষ হয়।
- PH ৭ থেকে যত কমতে থাকে অম্লতা তত বৃদ্ধি পায় এবং ৭ থেকে বেশি হলে ক্ষারকত্ব বৃদ্ধি পায়।
- মাটির অম্লত্ব বেড়ে গেলে তাতে চুন প্রয়োগ করে তা প্রশমন করা হয়।