Solution
Correct Answer: Option B
উন্নত দেশ কর্তৃক দরিদ্র দেশগুলিকে সহায়তা করার জন্য ১৯৭৪ সালে ফ্রান্সের প্যারিসে এইড ক্লাব' গঠন করা হয় ।এই 'এইড ক্লাব 'থেকে বৈঠক করে সমন্বিতভাবে দরিদ্র দেশগুলিকে সহায়তা দেওয়া হতো ।এই বৈঠকে বিভিন্ন দাতা দেশ ,সংস্থা ও দরিদ্র দেশগুলির অর্থমন্ত্রীসহ সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করে থাকে। এইড ক্লাব এর বৈঠকটি প্যারিস কনসোর্টিয়াম নামে পরিচিত। ২০০১ সালে প্যারিস কনসোর্টিয়াম এর আয়োজক কর্তৃপক্ষ পরবর্তী বছর থেকে বাংলাদেশ উন্নয়ন ফোরাম নামে ঢাকায় বৈঠক করার পরামর্শ দেয় ।এরপর ২০০৩ সাল থেকে ঢাকায় দুই বছর পরপর বৈঠক অনুষ্ঠিত হয়ে আসছে ।আর ঢাকায় এই বৈঠক সমন্বয় গঠন করা হয় স্থানীয় পরামর্শক গ্রুপ ।এই গ্রুপের বৈঠকটি সমন্বয় করে বিশ্বব্যাংকের আবাসিক মিশন প্রধান ।