বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়-

A আয়নোস্ফিয়ার

B ট্রোপোস্ফিয়ার

C ওজন লেয়ার

D স্ট্রাটোস্ফিয়ার

Solution

Correct Answer: Option A

- বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তর হল তাপমণ্ডল যা আয়নোস্ফিয়ার, এক্রোস্ফিয়ার ও ম্যাগনিটোস্ফিয়ার নামক তিনটি স্তরে বিভক্ত।
- মেসোবিরতির উপরে প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে তাপমন্ডল বলে।
- বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার থেকে।
- মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড় ও কুয়াশা সবকিছুই ট্রপোমন্ডল স্তরে সৃষ্টি হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions