প্রবল জোয়ারের কারণ ,যখন -

A সূর্য ও চন্দ্রের পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে

B চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে

C পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে

D সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে

Solution

Correct Answer: Option D

- অমাবস্যায় চন্দ্র ও সূর্য পৃথিবীর একই দিকে অবস্থান করে।
- এর ফলে চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তি একই দিক হতে একই সাথে কার্যকরী হয়।
- সূর্যের আকর্ষণ চন্দ্রের আকর্ষণের কম হলেও এ সময় উভয়ের মিলিত শক্তিতে আকর্ষণ আরও প্রবল হয়।
- ঐদিন চন্দ্র ও সূর্যের দিকে পূর্ণিমার দিন অপেক্ষাও জোয়ার বেশি হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions