আলাওলের 'তোহফা' কোন ধরনের কাব্য ?

A নীতিকাব্য

B আত্মজীবনী

C প্রনয় কাব্য

D জঙ্গনামা

Solution

Correct Answer: Option A

আলাওল মধ্যযুগের সর্বাধিক গ্রন্থপ্রণেতা। তাঁর মোট কাব্যসংখ্যা সাত।
- সেগুলির মধ্যে নীতিকাব্য তোহফা (১৬৬৪),
- আখ্যানকাব্য হচ্ছে পদ্মাবতী (১৬৪৮), সতীময়না-লোর-চন্দ্রানী (১৬৫৯), সপ্তপয়কর (১৬৬৫), সয়ফুলমুলুক বদিউজ্জামাল (১৬৬৯) ও সিকান্দরনামা (১৬৭৩) এবং
- সঙ্গীতবিষয়ক কাব্য রাগতালনামা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions