গাড়ি চলে না, চলে না, নারে... গানের গীতিকার কে?

A সঞ্জীব চৈধুরী

B বাপ্পা মজুমদার

C শাহ আবদুল করিম

D দাশরথি রায়

Solution

Correct Answer: Option C

- শাহ আবদুল করিম (Shah Abdul Karim) হলেন বাংলা বাউল গানের একজন কিংবদন্তি শিল্পী।
- সুনামগঞ্জের কালনী নদীর তীরে বেড়ে উঠা শাহ আব্দুল করিমের গান ভাটি অঞ্চলে জনপ্রিয় হলেও শহরের মানুষের কাছে জনপ্রিয়তা পায় তার মৃত্যুর কয়েক বছর আগে।
- মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি প্রায় দেড় সহস্রাধিক গান লিখেছেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions