Solution
Correct Answer: Option A
- ‘শূন্যপুরাণ’ রামাই পণ্ডিত রচিত বৌদ্ধধর্মীয় তত্ত্বের গ্রন্থ।
- বাংলা সাহিত্যে ১২০১ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলা হয়।
- এ অন্ধকার যুগে তেমন কোনো সাহিত্য রচিত হয়নি।
- তবে রামাই পণ্ডিতের ‘শূন্যপুরাণ’, হলায়ুধ মিশ্রের ‘সেক শুভোদয়া’ এ যুগের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম।
- শ্রীকর নন্দীর রচনা ‘ভারত পাঁচালী’।
- বিজয় গুপ্ত মনসামঙ্গলের প্রাচীনতম কবি।
- বাংলায় চৈতন্যদেবের দ্বিতীয় জীবনীগ্রন্থের নাম ‘চৈতন্য মঙ্গল’, যা লোচন দাসের রচনা।