মা ছিলনা বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।' এটি একটি-

A জটিল বাক্য

B যৌগিক বাক্য

C সরল বাক্য

D মিশ্র বাক্য

Solution

Correct Answer: Option A

• 'মা ছিলনা বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।' এটি জটিল বাক্য। 
রেফারেন্স :- নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ (পুরাতন + নতুন)
বি:দ্র:- বাজারের প্রচলিত অনেক বইয়ে "সরল বাক্য" দেয়া।

• যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থকে, তাকে সরল বাক্য বলে।

যেমন-
স্নেহময়ী জননী স্বীয় সন্তানকে প্রাণাপেক্ষা ভালবাসেন;
‘তার দর্শনমাত্রই আমরা প্রস্থান করলাম’;
[সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি]

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions