‘পুকুর পরিস্কারের জন্য তাকে পুরষ্কার দেওয়া হলো'। —বাক্যেটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে—
A প্রথমটি অশুদ্ধ,দ্বিতীয় শুদ্ধ
B দুটোই অশুদ্ধ
C প্রথমটি শুদ্ধ,দ্বিতীয়টি অশুদ্ধ
D দুটোই শুদ্ধ
Solution
Correct Answer: Option B
পুরষ্কার ও পরিস্কার - শব্দ দুটিই অশুদ্ধ।
শব্দ দুটির শুদ্ধরূপ - পুরস্কার ও পরিষ্কার।
র-ধ্বনির পরে যদি অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে, তবে তার পরে 'ষ' হয়।
যেমন - পরিষ্কার।
কিন্তু, অ, আ স্বরধ্বনি থাকলে 'স' হয়।
যেমন - পুরস্কার।