জুলিয়াস সীজার কেন বিখ্যাত?

A রোমান সম্রাট হিসাবে

B বর্নবাদ বিরোধী

C ব্রিটেনের রাজা হিসাবে

D আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে

Solution

Correct Answer: Option A

- রোমান সম্রাট ও রোমান প্রজাতন্ত্রের একনায়ক হিসেবে খ্যাত জুলিয়াস সীজার খ্রিস্টপূর্ব ১০০ অব্দে রোমের Subura নামক স্থানে জন্মগ্রহণ করেন।
- জুলিয়াস সীজার ছিলেন রোম সাম্রাজ্যের একজন সেনাপতি এবং একনায়ক ।
- তাকে ইতিহাসে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন বলে বিবেচনা করা হয় ।
- ৪৯ খ্রিষ্টপূর্বাব্দের শেষ পর্যন্ত তিনি রোমান সাম্রাজ্যের একচ্ছত্র সম্রাট ছিলেন ।
- এছাড়া ল্যাটিন ভাষায় রচিত তার লেখা গদ্যসাহিত্যও প্রশংসার দাবি রাখে ।
- তিনি খ্রিস্টপূর্ব ৪৪ অব্দে মারা যান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions