নোবেল পুরস্কার বিজয়ী তাওয়াক্কুল কারমান কোন দেশের নাগরিক?

A ইরান

B ইন্দনেশিয়া

C তুরস্ক

D ইয়েমেন

Solution

Correct Answer: Option D

- ইয়েমেন বিপ্লবের জননী তাওয়াকুল কারমান নারীদের নিরাপত্তায় অহিংস আন্দোলন এবং শান্তি প্রতিষ্ঠায় নারীদের পূর্ণ অংশগ্রহণের অধিকার আদায়ের আন্দোলনে বিশেষ ভূমিকার জন্য ২০১১ সালে লাইবেরিয়ার ইলেন জনসন সারলিফ ও লেমাহ বোয়ির সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- তার গঠিত সংগঠন ‘উইমেন জার্নালিষ্ট উইদআউট চেইন’।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions