Solution
Correct Answer: Option C
- দক্ষিণ তালপট্টি দ্বীপ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্গত বঙ্গোপসাগরের অগভীর সামুদ্রিক মহীসোপান এলাকায় জেগে ওঠা একটি উপকূলবর্তী দ্বীপ।
- ভারতে দ্বীপটিকে ‘নিউমুর দ্বীপ’ আবার কখনও ‘পূর্বাশা’ নামে অভিহিত করা হয়।
- তবে বর্তমানে দ্বীপটির কোনো অস্তিত্ব নেই।