Solution
Correct Answer: Option A
- গ্রিনিচ মানমন্দির অবস্থিত যুক্তরাজ্যে।
- ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস লন্ডনের গিনউইচে একটি মানমন্দির নির্মাণের নির্দেশ দেন।
- এর নকশা তৈরি করেন স্যার ক্রিস্টোফার রেন।
- পৃথিবীর সময়শূন্য স্থান এ গ্রিনউইচ মানমন্দির এবং গ্রিনিচ মান সময় (Greenwich Mean Time –GMT) মেনে নেয়া হয় ১৮৮৪ সালে।