মধ্যম পুরুষ ও প্রথম পুরুষ একসাথে কোনো ক্রিয়ার কর্তা হলে ক্রিয়াটি কোন পুরুষের হবে?

A মধ্যম পুরুষের

B প্রথম পুরুষের

C মধ্যম ও প্রথম পুরুষ উভয়ের

D কোনোটির-ই নয়

Solution

Correct Answer: Option A

মধ্যম পুরুষ ও প্রথম পুরুষ একসাথে কোনো ক্রিয়ার কর্তা হলে ক্রিয়াটি মধ্যম পুরুষের হবে। যেমন- তুমি ও তমাল কাজটি করেছো। আপনি এবং ছন্দা কাজটি করেছেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions