Solution
Correct Answer: Option A
১৯৮৫ সালে নাসির উদ্দীন স্বর্ণ পদক শিক্ষাবিদ ও কবি সৈয়দ আলী আহসান পেয়েছিলেন।
সৈয়দ আলী আহসান রচিত কাব্যগ্রন্থ-
- অনেক আকাশ (১৯৬০),
- একক সন্ধ্যায় বসন্ত (১৯৬২),
- সহসা সচকিত (১৯৬৮),
- উচ্চারণ (১৯৬৮),
- আমার প্রতিদিনের শব্দ (১৯৭৩)
- প্রেম যেখানে সর্বস্ব ইত্যাদি।