International Court of Justice is located in -
Solution
Correct Answer: Option D
- আন্তর্জাতিক বিচারালয় (ICJ) প্রতিষ্ঠিত ১৯৪৫।
- এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত Peace Palace.
- এর সভাপতির মেয়াদ ৩ বছর।
- এর বিচারক ১৫ জন।
- বিচারক নিয়োগ পদ্ধতি Permanent Court of Justice এর তালিকার আলোকে সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের সম্মতিতে ৪ জন -জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ টি দেশ হতে, ৪ জন এশিয়া, ৩ জন ইউরোপ, ২ জন ল্যাটিন আমেরিকা, ২ জন আফ্রিকা হতে।
- বিচারকের মেয়াদ ৯ বছর।
- এর কার্যাবলি বিভিন্ন সন্ধি ও চুক্তির ব্যাখ্যা দেয়।
- জাতিসংঘ সনদের ৯৩ অনুচ্ছেদ বলে গঠন এবং ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতিসংঘের সকল সদস্য আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য ।