আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?
A মালদ্বীপ
B ফিজি
C ভ্যাটিকান
D কুয়েত
Solution
Correct Answer: Option C
- ভ্যাটিকান আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ।
- এর মোট আয়তন মাত্র ০.৪৪ বর্গ কিলোমিটার ।
- এটি ইতালির রাজধানী রোমের মধ্যে অবস্থিত একটি সার্বভৌম রাষ্ট্র।
- ভ্যাটিকান হল ক্যাথলিক চার্চের কেন্দ্রস্থল এবং পোপের আনুষ্ঠানিক বাসস্থান।