Solution
Correct Answer: Option A
- শুশুক, ডলফিন ও তিমি সামুদ্রিক প্রজাতির স্তন্যপায়ী প্রাণী।
- শুশুক শ্বাস-প্রশ্বাসে সরাসরি পানির উপরের বাতাস ব্যবহার করে।
- ফুলকার সাহায্যে পানি থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে না।
- তাই এটি পানিতে ভেসে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে।
- এই সব প্রানীগুলো সাগরে লাফ দিয় উপরে উঠে, আসলে এরা অক্সিজেন গ্রহণ করে।