ঘড়িতে এখন ৮টা বাজে। ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো--
A ৯০°
B ১২০°
C ৬০°
D ১৫০°
Solution
Correct Answer: Option B
ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ
= {(11 x মিনিট - 60 x ঘণ্টা) / 2}°
= (- 480 / 2)°
= 240°
অতএব, মধ্যবর্তী কোণ = 360° - 240° = 120°
[কোণের মান 180° থেকে বড় হওয়ায় 360° থেকে বিয়োগ করতে হবে]