মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস -
A পরিপাক
B খাদ্য গ্রহণ
C শ্বসন
D রক্ত সংবহন
Solution
Correct Answer: Option C
- শ্বসন একটি বিপাকীয় ক্রিয়া।
- এ প্রক্রিয়া চলাকালে প্রতিটি জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে।
- শারীরবৃত্তীয় শ্বসন হল বাতাস হতে জীবের কলাতন্ত্রে অক্সিজেনের সরবরাহের এবং বিপরীত প্রক্রিয়ায় কার্বন-ডাই-অক্সাইডের নির্গমন প্রক্রিয়া।