কোনটি যৌগিক বাক্য?

A তিনি আমাকে পাঁচ টাকা দিয়ে বাড়ি যেতে বললেন।

B এখন থেকেই তোমার পড়া উচিত, তবেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে।

C যতদিন জীবিত থাকবো, ততোদিন এ ঋণ স্বীকার করবো।

D তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তাঁর অন্তঃকরণ অতিশয় উচ্চ।

Solution

Correct Answer: Option D

- যৌগিক বাক্য হল যে বাক্যে দুই বা ধিক স্বাধীন উপবাক্য সংযোজক অব্যয় (এবং, কিন্তু, অথবা, না হয় ইত্যাদি) দ্বারা যুক্ত থাকে।
- সঠিক উত্তর: তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তাঁর অন্তঃকরণ অতিশয় উচ্চ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions