সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়?
A ২০০৪
B ২০০৩
C ২০০৬
D ২০০৮
Solution
Correct Answer: Option C
টুইটার সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট। ২০০৬ সালের মার্চ মাসে টুইটারের যাত্রা শুরু হলেও জুলাই মাসে জ্যাক ডর্সি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।