'আইনের চোখে সব নাগরিক সমান।' - বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?

A ধারা ০৭

B ধারা ২৭

C ধারা ৩৭

D ধারা ৪৭

Solution

Correct Answer: Option B

সংবিধানের ২৭ নং ধারায় বর্ণিত আছে- “সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী”।
এছাড়া ২৬ নং অনুচ্ছেদে ‘মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল’ ;

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions