Solution
Correct Answer: Option C
- জিন ও জীবের বংশগতিধারা সম্বন্ধীয় আলোচনা হয় জেনেটিক্স বা বংশগতিবিদ্যায়।
- জেনেটিক্স জীববিজ্ঞানের একটি শাখা যা জিনের গঠন, কার্যপ্রণালী এবং বংশগতির নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে আলোচনা করে।
- জিন হলো DNA-এর অংশ যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে।
- জেনেটিক্স আমাদের জানতে সাহায্য করে যে জীবের বৈশিষ্ট্য কীভাবে তাদের পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া যায় এবং কীভাবে পরিবেশ জিনের অভিব্যক্তিকে প্রভাবিত করে।
উৎসঃ জীব বিজ্ঞান বোর্ড বই(নবম-দশম শ্রেণী)