“একটি ২(দুই) ইনপুট লজিক সেটের আউটপুট Ѳ হবে, যদি এর ইনপুটগুলো সমান হয়”-এই উক্তিটি কোন সেটের জন্য সত্য।

A AND

B NOR

C Ex-OR

D OR

Solution

Correct Answer: Option C

- X-OR গেটে ইনপুট যদি 1, 1 হয় অর্থাৎ দুটি ইনপুটই যদি 1 হয় তবে আউটপুট 0 বা Ѳ হবে ।

- আবার, যদি দুটি ইনপুটই o হয় তবে আউটপুটও  0 বা Ѳ হবে । AND গেটের ক্ষেত্রে দুটি ইনপুট 0 হয় তবে আউটপুট 0 বা Ѳ  হয় কিন্তু দুটি ইনপুট 1 হলে আউটপুট 1 হয় ।

- NOR গেটে দুটি ইনপুট 1 হলে আউটপুট 0 বা Ѳ  হয় কিন্তু দুটি ইনপুট 0 অর্থাৎ একই মান হলে আউটপুট 1 হয় । OR গেটে AND গেটের মতোই ঘটে । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions