Correct Answer: Option A
-বাংলাদেশের দীর্ঘতম নদী- পদ্মা(দৈর্ঘ-৩৪১ কি.মি.)
-এটি হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে উত্তর ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করে রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি গোয়ালন্দের নিকট ব্রহ্মপুত্রের প্রধান ধারা যমুনার সঙ্গে মিলিত হয়েছে। এরপর পদ্মা নামে অতিবাহিত হয়ে চাঁদপুরে নিকট মেঘনার সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
-বাংলাদেশের প্রশস্ততম ও গভীরতম নদী মেঘনা। এর দৈর্ঘ্য ৩৩০ কিমি। মেঘনা নদীর সর্বোচ্চ গভীরতা ১৬২০ফিট(৪৯০মিটার) এবং গড় গভীরতা ১০১২ফিট(৩০৮মিটার)।
সূত্র- জাতীয় নদী রক্ষা কমিশন
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions