কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়?

A পুরষ্কার ও শাস্তির ক্ষেত্রে সমতার  নীতি প্রয়োগ

B আইনের শাসন

C সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ

D অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতার নিশ্চিতকরণ

Solution

Correct Answer: Option C

- ন্যায়পরায়তা ও সামাজিক ন্যায়বিচারের অর্থ হচ্ছে ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-নির্ধন নির্বিশেষে সকলকে একই মানদণ্ডে বিচার করা ।

-আইনের দৃষ্টিতে সমাজে বসবাসরত সকল মানুষ সমান এটিই ন্যায়পরায়ণতার মূলনীতি ।

- এ দৃষ্টিকোণ থেকে উক্ত প্রশ্নের প্রদত্ত সম্ভাব্য উত্তরগুলোর মধ্যে তথা 'সুশাসনের জন্য উচ্চশিক্ষিত কর্মকর্তা নিয়োগই সামঞ্জস্যপূর্ণ । অন্য উত্তরগুলো ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতির সাথে সম্পর্কিত ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions