UNDP সুশাসন নিশ্চিতকরণের কয়টি উপাদান উল্লেখ করেছে?
Solution
Correct Answer: Option D
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) সুশাসন নিশ্চিতকরণে ৯টি উপাদান উল্লেখ করেছে । জাতিসংঘের বিশেষায়িত এই উন্নয়ন সংস্থাটি ১৯৯৭ সালে 'Governance for Sustainable Human Development' নামক কৌশলপত্রে প্রথম সুশাসনের সংজ্ঞা প্রদান করে । UNDP তার গবেষণায় সুশাসনের ৯টি উপাদান চিহ্নিত করে ।যথাঃ
১. সমঅংশীদারিত্ব (Participation)
২. আইনের শাসন (Rule of Law)
৩. স্বচ্ছতা (Transparency)
৪. সংবেদনশীলতা (Responsiveness)
৫. সংখ্যাগরিষ্ঠের মতের প্রাধ্যন্য (Consensus Orientation)
৬. দক্ষতা ও ন্যায্যতা (Equity)
৭. কার্যকারিতা ও দক্ষতা (Effectiveness & Efficiency)
৮. জবাবদিহিতা (Accountability)
৯. কৌশলগত লক্ষ্য (Strategic Vision) ।
উল্লেখ্য, সুশাসন নিশ্চিতকরণে জাতিসংঘ (UN) ৮টি, বিশ্বব্যাংক (WB) ৪টি এবং এডিবি (ADB) ও আইডিএ (IDA) ৬টি করে উপাদানের উল্লেখ করেছে ।