কোনো নৌকাকে বেশী গতিতে চালাতে হলে, বৈঠা ব্যবহার করতে হবে-

A পিছনে

B সামনে

C ডান পার্শ্বে

D বাম পার্শ্বে

Solution

Correct Answer: Option A

- একজন মাঝি যখন নৌকা চালানোর সময় নৌকার পেছন থেকে বৈঠা দিয়ে পানিতে বা লগি দিয়ে ভূমিতে ধাক্কা দেন তখন পানি বা ভূমি যথাক্রমে বৈঠা ও লগির ওপর সমান ও বিপরীত বল প্রয়োগ করে ।

-এই প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশই নৌকাকে এগিয়ে নিয়ে যায় । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions