একটি মোটা ও একটি চিকন হাতওয়ালা স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দু’টি স্ক্রু-কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?

A মোটা হাতলের ড্রাইভারকে বেশীবার ঘুরাতে হবে

B চিকন হাতলের ড্রাইভারকে বেশী বার ঘুরাতে হবে

C দুটিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option C

- স্ক্রু ডাইবারয়ে স্ক্রু লাগানোর সময় স্ক্রর ব্যাসার্ধ যাই হোক না কেন স্ক্রু ড্রইভারের হাতল। যতবার ঘুরানো হবে ক্রটি ও ঠিক ততোবার ঘুরবে।

- স্ক্রুর সরণ তার ঘূর্ণনের উপর নির্ভর শীল হওয়ায় ভিন্ন ব্যাসার্ধের হাতল ওয়ালা দুটি স্ক্রু ড্রাইভার দ্বারা ২টি সমান স্ক্রুকে সমান সংখ্যাক বার ঘুরালে স্ক্রু ২টি ও সমান সংখ্যক বার ঘুরবে আর ঘূর্ণন সংখ্যা সমান হলে স্ক্রুর সরণ ও সমান হবে অর্থাৎ ২টি ক্রুই সমান গভীরতায় প্রবেশ করবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions