একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 10 এবং 6-তম পদ 52 হলে , 15-তম পদ কত?
Solution
Correct Answer: Option B
প্রথম পদ a ও সাধারণ অন্তর d হলে ।
n-তম পদ =a+(n-1)d
অতএব , 6 তম পদ =a+(6-1)d
বা, 52=a+5×10
বা,a=52-50
বা,a=2
অতএব , 15 তম পদ =2+(15-1)×10
=2+140
=142