প্রবাহমান অক্ষরবৃত্ত ছন্দ বলা হয় কোনটিকে?
A স্বরবৃত্ত
B মাত্রাবৃত্ত
C অমিত্রাক্ষর
D স্বরাক্ষরিক
Solution
Correct Answer: Option C
কবিতার পঙ্ক্তির শেষে মিলহীন ছন্দকে অমিত্রাক্ষর ছন্দ বলে। এ ছন্দ পয়ারের অপর রূপ। এর প্রতি পঙ্ক্তিতে ১৪ অক্ষর থাকে। একে প্রবাহমান অক্ষরবৃত্ত ছন্দও বলে।