Solution
Correct Answer: Option B
⌊ বাংলাদেশের প্রধান উপজাতি- চাকমা।
⌊ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ছাড়া চাকমারা বাস করে- ভারতের ত্রিপুরা, মিজোরাম ও অরুণাচলে।
⌊ চাকমারা নিজেদের মধ্যে নিজদেরকে বলে চাঙমা।
⌊ চাকমাদের আদি বাসস্থান- চম্পকনগর।
⌊ চাকমারা – মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক।
⌊ চাকমা সমাজ – পিতৃতান্ত্রিক।
⌊ চাকমা সমাজের প্রধান (বংশানুক্রমিক)- চাকমা রাজা।
⌊ চাকমাদের কয়েকটির পাড়া নিয়ে গঠিত- মৌজা।
⌊ চাকমা গ্রামের প্রধান হলেন- কারবারি।
⌊ চাকমা মৌজার প্রধান হলেন- হেডম্যান।
⌊ চাকমাদের ধর্ম – বৌদ্ধ।
⌊ নিজস্ব বর্ণমালা ও ভাষা আছে- চাকমাদের।
⌊ চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলে - বিঝু।
⌊ চাকমা উপজাতির আদিবাস – আরাকান ও নেপাল।
⌊ চাকমাদের প্রধান খেলা - হা-ডু-ডু, বউচি ।
⌊ চাকমাদের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান- মহামুনি মেলা।
⌊ মিয়ানমারের আরাকানে চাকমারা পরিচিত- দৈংনাক নামে।
⌊ জুম্মিয়া বা জুম্মা বলে আখ্যায়িত করা হয়- চাকমাদের।