শুদ্ধ বাক্য কোনটি?

A আমি সাক্ষী দিয়েছি।

B অধ্যায়ন ছাত্রদের তপস্যা।

C একটা গোপন কথা বলি

D আমি অপমানিত হয়েছি।

Solution

Correct Answer: Option D

অশুদ্ধ: আমি অপমান হয়েছি।
শুদ্ধ: আমি অপমানিত হয়েছি।

অশুদ্ধ: একটা গোপন কথা বলি
শুদ্ধ: একটা গোপনীয় কথা বলি।

অশুদ্ধ: আমি সাক্ষী দিয়েছি।
শুদ্ধ: আমি সাক্ষ্য দিয়েছি।

অশুদ্ধ: অধ্যায়ন ছাত্রদের তপস্যা।
শুদ্ধ: অধ্যয়নই ছাত্রদের তপস্যা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions