জাতীয় শিক্ষানীতি ২০১০ কোন শিক্ষা কমিশনের উপর ভিত্তি করে প্রণীত হয়-

A কুদরত-ই-খুদা শিক্ষা কমিশনঃ ১৯৭২

B ড. এম-এ বারী কমিশনঃ২০০১

C সামসুল হক শিক্ষা কমিশনঃ ১৯৯৭

D ক + গ

Solution

Correct Answer: Option D

কবীর চৌধুরী কমিটি ২০০৯ঃ
১৯৭৪ সালের কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন রিপোর্ট এবং ১৯৯৭ সালের শামসুল হক শিক্ষা কমিশন রিপোর্টের আলোকে একটি নতুন শিক্ষানীতি প্রণয়ন করে। এই কমিটির সুপারিশেই ২০১০ সালের শিক্ষানীতি প্রণীত হয়। রিপোর্ট প্রকাশ প্রকাশিত হয় ৭ সেপ্টেম্বর, ২০০৯ সালে। শিক্ষানীতি ২০১০ প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন কবীর চৌধুরী

জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুসারে বাংলাদেশের শিক্ষান্তর:
- প্রাথমিক শিক্ষার স্তর হবে: ৮ বছর (প্রথম শ্রেণি থেকে ৮ম শ্রেণি)
- মাধ্যমিক শিক্ষার স্তর হবে: ৪ বছর (৯ম শ্রেণি থেকে ১২শ শ্রেণি)
- উচ্চতর শিক্ষার স্তর: স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions