সবচেয়ে মূল্যবান ধাতু কি?

A প্লাটিনাম

B ইউরেনিয়াম

C সোনা

D হীরক

Solution

Correct Answer: Option A

- যে সকল ধাতুসমূহ বাতাসের অক্সিজেন দ্বারা সহজে জারিত হয় না অর্থাৎ এরা বেশ নিষ্ক্রিয় অবস্থায় থাকে, এদেরকে অভিজ্যাত ধাতু বলা হয়।
- যেমন: সোনা, রূপা, প্লাটিনাম, রোডিয়াম, প্যালাডিয়াম।
- এর মধ্যে সবচেয়ে মূল্যবান ধাতু প্লাটিনাম

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions