Solution
Correct Answer: Option A
সন্তানের জন্ম হতে হলে নারী পুরুষ উভয়ের থেকে অর্ধেক অর্ধেক সংখ্যক ক্রোমোজোম আসবে অর্থাৎ- নারী পুরুষ যথাক্রমে ৪৬ XX ( ২৩X+২৩X) ও ৪৬XY (২৩X+২৩Y)। নারীর ক্রমোজোম XX এবং পুরুষের ক্রমোজোম XY।এখানে পুরুষের২৩x+ নারীর ২৩x=৪৬xx মিলে সন্তানটি হবে মেয়ে। অন্যদিকে পুরুষের ২৩Y ও নারীর ২৩X মিলে ৪৬ XY অর্থাৎ সন্তানটি হবে ছেলে।
এখানে মূলত পুরুষের Y ক্রোমোজোমই গর্ভের সন্তান পুত্র না কন্যা শিশু হবে তার জন্য দায়ী।