ব্রজবুলি কোন স্থানের ভাষা?

A আসাম

B মিথিলা

C গৌড়

D পশ্চিমবঙ্গ

Solution

Correct Answer: Option B

- ব্রজবুলি হল বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি এক প্রকার কৃত্রিম কবিভাষা ।
- মিথিলার কবি বিদ্যাপতি এ ভাষার স্রষ্টা
- মিথিলার কবি বিদ্যাপতি (আনু. ১৩৭৪-১৪৬০) এর উদ্ভাবক।
- এ ভাষা কখনো মানুষের মুখের ভাষা ছিল না; সাহিত্যকর্ম ব্যতীত অন্যত্র এর ব্যবহার নেই ।
- এতে কিছু হিন্দি শব্দ আছে
- এ ভাষায় চণ্ডীদাস ,বিদ্যাপতি ,গোবিন্দদাস,জ্ঞানদাস বিভিন্ন বৈষ্ণব পদ রচনা করেন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions