বাংলাদেশের ৩০তম গ্যাসক্ষেত্রটি কোথায় আবিষ্কৃত হয়েছে?

A কুমিল্লা

B ভোলা

C ময়মনসিংহ

D জামালপুর

Solution

Correct Answer: Option D

- জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া গ্রামে নতুন কূপ খননের পর প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান পায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্রৌরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (BAPEX)।
- নতুন গ্যাসক্ষেত্রের কূপ থেকে প্রতিদিন ৭.৩ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস বের হচ্ছে।
- ২৪ জানুয়ারি, ২০২৫ কূপের আনুষ্ঠানিক খননকাজের উদ্বোধন করে BAPEX।
- ২৫ এপ্রিল খনন কার্যক্রম শেষ হয়।
- ৩১ মে ২০২৫ 'জামালপুর-১ অনুসন্ধান' নামের ওই গ্যাসকূপে প্রাথমিকভাবে এই গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়।
- ১৯৮০ সালে জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে সিসমিক উপাত্তে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়। এরপর ২০১৪-১৫ অর্থবছরে সিসমিক উপাত্ত-এবং ২০১৫-১৬ অর্থবছরে ক্লোজ গ্রিড সিসমিক সার্ভে হয়।  এটি দেশের ৩০তম গ্যাসক্ষেত্র। এর আগে দ্বীপ জেলা ভোলায় 'ইলিশাঁ-১' নামে বাংলাদেশের ২৯তম গ্যাস ফিল্ড আবিষ্কার হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions