শামসুর রাহমানের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?

A দৈনিক পাকিস্তান

B নতুন কবিতা

C সোনার বাংলা

D মর্নিং নিউজ

Solution

Correct Answer: Option C

-কবি শামসুর রাহমান ১৮ বছর বয়সে কবিতা লেখা আরম্ভ করেন ।
-তার প্রথম কবিতা ১৯৪৯ সালে সাপ্তাহিক 'সোনার বাংলা' প্ত্রিকায় প্রকাশিত হয়। 
-মৃত্যুর পূর্বে শামসুর রাহমানের ৬৫ টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ।

তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছেঃ
-প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
-রোদ্র করোটিতে
-বিধ্বস্ত নীলিমা
-নিজ বাসভূমে
-প্রেমের কবিতা
-প্রতিদিন ঘরহীন ঘরে
-বন্দী শিবির থেকে

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions