কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে?
A তিনিই সমাজের মাথা
B মাথা খাটিয়ে কাজ কর
C লজ্জায় আমার মাথা কাটা গেল
D মাথা নেই তার মাথা ব্যথা
Solution
Correct Answer: Option B
মাথা খাটিয়ে কাজ করবে -বাক্যে 'মাথা' শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে ।প্রধান অরথে-তিনি সমাজের মাথা ।লজ্জা পাওয়া -লজ্জায় আমার মাথা কাঁটা গেল ।দুশ্চিন্তা-মাথা নেই তার আবার মাথা ব্যথা ।গুরুচণ্ডালী দোষমুক্ত শব্দ -শবদাহ.
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions