A মেঘের পানির কণা খুবই উত্তপ্ত হয়ে যায়
B মেঘে পানি কণার চেয়ে ক্লোরিণের পরিমাণ বেশি হয়ে গেলে
C মেঘের পানি কণার সাথে বাতাসে ভাসমান রাসায়নিক পদার্থের বিক্রিয়ার ফলে
D মেঘের পানির কণা খুব ঠান্ডা হয়ে যাওয়ায়
Solution
Correct Answer: Option D
বৃষ্টি বা বৃষ্টিপূর্ব মুহূর্ত বা অন্য যেকোন সময় তীব্র বায়ুপ্রবাহের ফলে বায়ুমণ্ডলের নিম্নমুখী পানিকণা বা মেঘ -বৃষ্টি উপরের দিকে উঠে যায় এবং খুব শীতল স্তরে প্রবেশ করে ।প্রায় -২০ ডিগ্রি C তাপমাত্রার কাছাকাছি গেলে পানিকণা জমে যায় এবং চারপাশের পানিকণা নিয়ে দ্রুত জমে বলে আয়তনেও বেড়ে যায় ।এ সময় ঘনীভূত পিণ্ডটি দ্রুত জমাট বাধতে গিয়ে কিছু বায়ুও আবদ্ধ করে ,ফলে তার ভরও বেড়ে যায় ।তখন ভারী শীতল এ পিণ্ড অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে পতিত হয় । এটাই শিলাবৃষ্টি ।