বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ -
Solution
Correct Answer: Option C
বৈদ্যুতিক পাখায় তড়িৎ প্রবাহ কম হলে আস্তে ঘোরে এবং বেশি হলে জোরে ঘোরে। এই আস্তে বা জোরে ঘোরা নির্ভর করে রেগুলেটরের ওপর। রেগুলেটরে পরিবর্তনশীল রোধ থাকে। এই রোধ পরিবর্তন করে তড়িৎ প্রবাহ সরবরাহ পরিবর্তন করা হয়। কিন্তু রোধের ক্রিয়ার ফলে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তা তাপশক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ মোট বিদ্যুৎ খরচ একই হয়।