বাংলা থেকে পর্তুগিজদের কে বিতাড়িত করেন?

A শায়েস্তা খান

B কাসিম খান জুয়িনী

C ইসলাম খান চিশতী

D মীর জুমলা

Solution

Correct Answer: Option A

- প্রথম পর্যায়ে, ১৬৩২ সালে মুঘল সম্রাট শাহজাহানের আদেশে কাসিম খান হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়ন করেন।
- এটি ছিল বাংলায় পর্তুগিজ শক্তির উপর প্রথম বড় ধরনের মুঘল আক্রমণ।
- কিন্তু হুগলি থেকে বিতাড়িত হলেও, পর্তুগিজরা চট্টগ্রাম ও সন্দ্বীপে আরাকানি মগদের সাথে মিলিত হয়ে তাদের প্রভাব বজায় রেখেছিল।
- চূড়ান্তভাবে এবং সম্পূর্ণভাবে বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন শায়েস্তা খান।
- তিনি ১৬৬৬ সালে চট্টগ্রাম জয় করে পর্তুগিজ ও মগ জলদস্যুদের দমন করেন।
- এই ঘটনাকেই বাংলা থেকে পর্তুগিজ শক্তির চূড়ান্ত বিলুপ্তি হিসেবে ধরা হয়।
- তাই, বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে বা একটি নির্দিষ্ট উত্তর দেওয়ার সময় শায়েস্তা খান-এর নামই সবচেয়ে সঠিক হিসেবে বিবেচনা করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions