'অঘারাম বাস করে অজপাড়া গায়ে' বাক্যটিতে কয়টি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
Solution
Correct Answer: Option A
- বাক্যটিতে ২টি খাঁটি বাংলা উপসর্গ 'অঘা' ও 'অজ' ব্যবহৃত হয়েছে।
- বাংলা ভাষায় খাঁটি বাংলা বা দেশি উপসর্গ ২১টি।
- যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।